
জাবি প্রতিনিধি : গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের দুই শিক্ষার্থী মো:আব্দুল হাদী ও আরাফাত হোসেন ইমন সমাজসেবা সম্পাদক এবং ডাইনিং ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা দুই জনই রুমমেট। তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৯০৪ নম্বর রুমে থাকে বরাদ্দকৃত তাদের বরাদ্দকৃত রুমে।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের কয়েকজন শিক্ষার্থী বলেন: একই ব্যাচ ও একই ডিপার্টমেন্টের পাশাপাশি রুমমেট হিসেবে একসঙ্গে নির্বাচিত হওয়ায় এই অর্জন তাঁদের জন্য আনন্দের পাশাপাশি গর্বেরও বিষয়।এছাড়া তাদের সহপাঠী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, ইমন ও হাদী তাঁদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং হল সংসদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের নব নির্বাচিত সমাজসেবা সম্পাদক মো:আব্দুল হাদী বলেন:আলহামদুলিল্লাহ, গত কিছুদিন বেশ ফলপ্রসূ কেটেছে। মূল্যবান কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, এবং বন্ধুদের আন্তরিক সহযোগিতা পেয়েছি। ইনশআল্লাহ, দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাবো।
এছাড়া উক্ত হলের ডাইনিং ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন ইমন বলেন:এটি কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়, আমাদের হলের প্রতিটি শিক্ষার্থীর বিজয়। আপনাদের আস্থা ও ভালোবাসা আমাকে দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।তিনি আরও বলেন আমার প্রধান লক্ষ্য হবে দ্রুত ডাইনিং চালু ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার সরবরাহ করা, ক্যান্টিন সংস্কার ও আধুনিকায়ন করা এবং যেকোনো অভিযোগের দ্রুত সমাধান করা।