
ডিডিপি ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং এ “মেডিয়েশন প্রক্রিয়া: আইনগত সহায়তা সংশোধন অধ্যাদেশ ২০২৫” শিরোনামে আয়োজিত কনফারেন্সে বিচারপতি আহমেদ সোহেল বলেন , মেডিয়েশন একটি সহজ জনপ্রিয় ও যুগোপযোগী পন্থা। মেডিয়েশন পন্থায় যিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন তিনি হবেন আচার আচরণে সৎ। তিনি আরো বলেন, মেডিয়েশন ব্যক্তি পর্যায়ে বা আদালতে হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, বিমস স্পেশাল রিপ্রেজেনটিটিভ শারমিন আজাদ ও মেডিয়েশন কর্মী সোহানী ইসলাম সমাপ্তি।অনুষ্ঠানের সভাপতি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক । কনফারেন্সে মেডিয়েশন ট্রেনিং প্রাপ্ত পয়ত্রিশজন ছাত্রীকে সার্টিফিকেট দেয়া হয়।