ঢাকা : শৃঙ্খলা ভঙ্গ ও স্কাউটস বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ময়মনসিংহ জেলার ইমপিসা ওপেন স্কাউটসের সদস্য মুর্তজা শামস জিমকে বাংলাদেশ স্কাউটসের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মুহম্মদ এনামুল হক খান ও ময়মনসিংহ জেলার সম্পাদক একেএম সামসুজ্জামান স্বাক্ষরিত পৃথক চিঠিতে অব্যাহতি দেওয়া হয়। দুটি চিঠিই ডেইলি ঢাকা প্রেসের কাছে সংরক্ষিত আছে।
এর আগেও ২০২১ সালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট থেকে বহিস্কার করা হয়েছিল। এ তথ্য দুটি চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে এ বহিস্কারের বিষয় ঢাকা প্রেসের কাছে অস্বীকার করেছেন জিম।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মুর্তজা শামস জিমের সেই ফেসবুক স্ট্যাটাসটি পাঠকের জন্যে হুবহু তুলে ধরা হলো। ‘যদি কখনো শুনেন আমি আত্মহত্যা করেছি এটার জন্য দায়ী থাকবেন বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল কমিশনার (প্রোগ্রাম) আতিকুজ্জামান রিপন স্যার, রোভার অঞ্চল এর সম্পাদক এনামুল হক স্যার, ময়মনসিংহ জেলা রোভার এর সম্পাদক এ.কে.এম সামসুজ্জামান স্যার এবং ইমপিসা ওপেন স্কাউটস গ্রুপের আর এস এল মোখলেসুর রহমান বাবুল স্যার।
রিপন স্যার এর আদেশে রোভার অঞ্চল, জেলা রোভার এবং ইউনিট লিডার মিথ্যা তথ্য উল্লেখ করে আমাকে রোভারিং থেকে বহিস্কার করে। আমার সাথে কোন প্রকার যোগাযোগ কিংবা আত্মপক্ষ সমর্থন এর সুযোগ দেন নি তারা। সেই নোটিস সারাদেশের বিভিন্ন স্কাউটস সংক্রান্ত গ্রুপে ছড়িয়ে দেয়া হয়।
পরবর্তীতে আমি আমার বিরুদ্ধে অভিযোগ গুলো (রিপন স্যার এর কথা অনুযায়ী) জানতে পারি।
১. ইন্টারন্যাশনাল ব্যাজ বিক্রি
২. নারী ঘটিত অভিযোগ
অভিযোগের কোনটাই সত্য নয় এবং আমাকে জানানো বা কথা বলার সুযোগ দেন নি তারা। আমি বার বার প্রমান চেয়েছি আমার বিরুদ্ধে অভিযোগ গুলোর কিন্তু তারা প্রমান দেখাতে পারেনি।
আমি ময়মনসিংহ জেলা রোভারের মিথ্যা অভিযোগ এর প্রমাণ দিয়ে চিঠির মাধ্যমে জবাব চেয়েছি। ১১ দিন পর যোগাযোগ করি আমি সম্পাদক স্যারের সাথে কিন্তু কোন প্রকার উত্তর পাইনি। আমার ইউনিট লিডার স্যারের সাথে ১০ বারের বেশি চেষ্টা করেছি বিষয়টার ব্যাপারে কথা বলতে বরাবর ফোন রেখেছেন ব্যস্ততা দেখিয়ে।
বর্তমানে ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক গ্রুপ, পেইজে মিথ্যা তথ্য দিয়ে বহিস্কার এর আদেশ টি সারা দেশে প্রচার হচ্ছে।
আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে এবং ২ মাস প্রচার করা মিথ্যা অভিযোগ গুলো আমি আর নিতে পারছি না। আমি সম্পুর্ন স্ট্রেস এর মধ্যে দিয়ে দিন পার করছি। কখনো যদি আমি আত্মহত্যা করে থাকি তবে উক্ত স্যার গণ সরাসরি দায়ী থাকবেন।’