ঢাকা : অনলাইন চ্যানেল ‘কিউরিয়াস টিভি’ ও ‘নারী উদ্যোক্তা ফোরাম’-এর মধ্যে একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরের পল্লবীতে ‘নারী উদ্যোক্তা ফোরাম’র নিজস্ব কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
‘কিউরিয়াস টিভি’র পক্ষে প্রধান সম্পাদক ও ডেইলি ঢাকা প্রেসের সম্পাদক খান মোহাম্মদ সালেক এবং ‘নারী উদ্যোক্তা ফোরাম’র সিইও রাফিয়া আক্তার চুক্তিতে স্বাক্ষর করেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ‘নারী উদ্যোক্তা ফোরাম’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির ফলে ‘নারী উদ্যোক্তা ফোরাম’-এর বিভিন্ন কর্মকাণ্ডের প্রচারের ক্ষেত্রে সহায়তা করবে ‘কিউরিয়াস টিভি’।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘কিউরিয়াস টিভি’র সহকারী সম্পাদক জাবালুন নূর ও লাবিন রহমান এবং ‘নারী উদ্যোক্তা ফোরাম’র পক্ষে ছিলেন উপদেষ্টা গাজী মুন্নাফ, পরিচালক ঈশিতা জাহাঙ্গীর, জেসমিন আক্তার ও শামসুন নাহার।