
ঢাকা : প্রতি মাসেই রান্নার কাজে বহুল প্রচলিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু কয়েক মাস ধরে নির্ধারিত দাম থেকে ২০০-৩০০ টাকা বেশি দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে হচ্ছে গ্রাহকদের।
ফলে দাম কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। খুচরা বিক্রেতা কিংবা ডিলার নয়, খোদ আমদানিকারকরাই মানছেন না বিইআরসির ঘোষিত নির্ধারিত দর।
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার কথা স্বীকারও করছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। অথচ আমদানি ও বিপণন খরচ, ডিলার খুচরা ব্যবসায়ীদের কমিশন সব কিছু বিবেচনায় নিয়েই দাম নির্ধারণ করে বিইআরসি। তারপরেও প্রকাশ্যেই বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে রান্নায় ব্যবহৃত অতি জরুরি এই পণ্যটি।
গত ৩ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১২৮৪ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগস্ট মাসে ১১৪০ টাকায় বিক্রি হয়ে আসছিল।
এছাড়াও ১৫ কেজি ১৬০৫ টাকা, ১৬ কেজি ১৭১২, ১৮ কেজি সিলিন্ডার ১৯২৬, ২০ কেজি ২১৪০, ২২ কেজি ২৩৫৫, ২৫ কেজি ২৬৭৫, ৩০ কেজি ৩২১০, ৩৩ কেজি ৩৫৩১, ৩৫ কেজি ৩৭৩৪, ৪৫ কেজি ৪৮১৫ টাকা নির্ধারণ করা হয়।
বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, প্রত্যেক এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ পরবর্তী মূল্যে (মূসক- উত্তর/মূসকসহ) ডিস্ট্রিবিউটরের নিকট এলপিজি বিক্রয় করবে এবং সে অনুযায়ী মূসক চালান/ডেলিভারি অর্ডার (ডিও) প্রদান করবে।
কোনো পর্যায়ে (এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে) কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি বিক্রয় করা যাবে না।
বিইআরসির কঠোর নির্দেশনার পরেও গ্রাহকদের বাড়তি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ১২৮৪ টাকা দামের ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৪৫০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা বলছেন, ডিলারদের কাছে কমিশন তো দূরের কথা, সরকার নির্ধারিত দামেও তারা এলপিজি কিনতে পারেন না। ১২ কেজির সিলিন্ডার তাদের কিনতে হচ্ছে ১৪০০ টাকার উপরে।
ক্রেতা পরিচয়ে গেলে রাজধানীর মুগদা এলাকায় খুচরা বিক্রেতা নিউ ভাই ভাই স্যানিটারির সাদেক হোসাইন জানান, ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৫২০ টাকা, কোম্পানিভেদে যোগ হবে ৫০-৭০ টাকা।
সরকার নির্ধারিত দামের বিষয়ে বলা হলে তিনি বলেন, ‘১২৮৪ টাকায় তো আমরাই কিনতে পাই না। আমরাই তো ১৪ টাকার উপরে কিনতেছি। লস দিয়া বিক্রি করুম নাকি।’ একই কথা জনালেন পাশের দোকান নুর এলপি সল্যুশনের আবুল হোসাইন।
এদিকে ডিলাররাও বলছেন একই কথা। তারা বলছেন, তাদেরকেই কিনতে হচ্ছে ১৩০০ টাকার উপরে। নাম প্রকাশে অনিচ্ছুক টোটাল গ্যাসের এক ডিস্ট্রিবিউটর বলেন, ‘বর্তমানে আমরা টোটালের ১২ কেজি সিলিন্ডার ১৩৫০-১৩৭০ টাকা করে পাইকারি বিক্রি করছি। টোটাল সিলিন্ডার আনতে আমাদের খরচ হয় ১৩১০ টাকা।’