Site icon Daily Dhaka Press

সাকিব-তামিমকে এক করল ‘নগদ’

ঢাকা : শুরুটা হয়েছিল একসঙ্গে, শেষটাও হতে পারত একইভাবে। কিন্তু হঠাৎ করেই তাল কেটে গেল। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হলো না বাঁহাতি ওপেনার তামিমের। সামনে আসতে শুরু করে দুজনের মধ্যকার সম্পর্কের অবনতি। সমস্যাটা পুরোনোই- জানা আছে বিসিবিরও।

বিভিন্ন সময় বিভিন্ন দিকের নানা চেষ্টার পরও এক করতে পারল না সাকিব আর তামিমকে। এমনকি পারেনি বিসিবিও। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা না পারলেও পেরেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। তারা ঠিকই এক করে ফেলেছে দেশের সর্বকালের সেরা এ দুই ক্রিকেটারকে।

একটা সময় সাকিব আর তামিম ছিলেন প্রাণের বন্ধু। সেই বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলে দুজন পরস্পরকে ছেড়ে থাকতে পারতেন না। কিন্তু সম্পর্কটা গত কয়েক বছর হলো নষ্ট হয়েছে। এখন শোনা যায়, পরস্পরের সঙ্গে কথা বলেন না তারা।

সম্প্রতি বিশ্বকাপ দলে তামিমের থাকা না থাকা নিয়ে বেশ কাদা ছোড়াছুড়িও হয়েছে। সাকিব কিছু ব্যাপারে সরাসরি তামিমকে দোষ দিয়েছেন। তামিমের হঠাৎ অবসর নিয়ে দলকে হারানোয় অবদান রাখার অভিযোগও তুলেছেন সাকিব। আবার তামিম তার ভিডিও বার্তায় বলেছেন, ম্যানেজমেন্ট তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছে। ম্যানেজমেন্টের মধ্যে তো অধিনায়ক সাকিবও আছেন। ফলে দুজনের সম্পর্ক আর জোড়া লাগবে না বলেই মনে হচ্ছিল; কিন্তু এরই মধ্যে চমক নিয়ে এলো নগদ।

বুধবার (৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কনটেন্ট প্রকাশ করা হয়। যেখানে দেখা গেছে, স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারও আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর শুরুতে দুজন একে অন্যের সঙ্গে কথা বলছেন না। একটা সময় তারা ছোটবেলার স্মৃতিচারণ শুরু করেন। আর শেষে এসে দুজনে এক হয়ে যান বিশ্বকাপে লড়াই করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান আরেকবার গর্জে ওঠার জন্য।

আলোচিত এই ভিডিও কনটেন্ট সম্পর্কে জানতে চাইলে নগদের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানান, দেশের জন্য স্বপ্ন ও সাহস থেকেই দুজনকে এক করার চিন্তা করেছেন তিনি।

তানভীর বলেন, সাকিব-তামিমকে একসঙ্গে আনার ব্যাপারটা-এটা এসেছে মূলত স্বপ্ন এবং সাহস থেকে। সাকিব-তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসঙ্গে। একসঙ্গে বাংলাদেশের হয়ে ম্যাচের পর ম্যাচ জিতিয়েছেন তারা। আমার ইচ্ছা ছিল, তাদের যদি মাঠের বাইরেও একসঙ্গে দেখা যায়! তানভীর আরও বলেন, দেশের ১৭ কোটি মানুষ চায় সাকিব-তামিম একসঙ্গে থাকুক, একসঙ্গে খেলুক, একসঙ্গে দেশের জন্য জয় নিয়ে আসুক।

Exit mobile version