নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে আজ দুপুরে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচেই মাঠের লড়াইয়ে নামবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
নাটকীয় সেই ফাইনালে ব্লাকক্যাপসদের হারিয়ে ঐতিহাসিক লর্ডসে সোনালি ট্রফি উচিঁয়ে ধরেছিল ইংলিশরা। মাঝে পেরিয়ে গিয়েছে চারটি বছর। চার বছরের ব্যবধানে আবারও সেই একই আসরে নিজেদেরে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে নামছে দুই ফাইনালিস্টরা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসর। উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময়
২০১৯ সালে যেখানে শেষ হয়েছিল বিশ্বকাপ, ঠিক সেখান থেকেই যেন শুরু হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আসর। দীর্ঘ সময়ের পর আবারও প্রথম ম্যাচে মাঠে নামছে না আয়োজক দেশ। এবারের বিশ্বকাপে নিজেদেরে ক্রিকেট ইতিহাসে প্রথমবার খেলতে পারছে না দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এটাই প্রথম বিশ্বকাপ যেখানে কোনো বিশ্বকাপ জয়ী দলকে ছাড়াই শুরু হচ্ছে ক্রিকেটের এই মেগা ইভেন্ট।
২০২৩ বিশ্বকাপ আসর বাংলাদেশের জন্য দারুণ এক সম্ভাবনাময় আসর হতে যাচ্ছে। দলের অধিনায়ক সাকিব আল হাসানও এবারের আসরে ভাল করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্বকাপের আগমুহূর্তে ইনজুরিতে ছিটকে যান পেসার এবাদত হোসেন। আর পরিপূর্ণ ফিট না থাকায় ওপেনার তামিম ইকবালও জায়গা পাননি শেষ সময়ে এসে।
২০২৩ বিশ্বকাপে ভারতের ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই ক্রিকেট আসরের।