ঢাকা : বিশ্বকাপ চলাকালীন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনের জন্য প্রায় দুই হাজার কোটি রুপি খরচ করতে পারে বড় বৈশ্বিক ব্র্যান্ডগুলো। বিশ্বকাপে বিজ্ঞাপনের জন্য কাড়ি কাড়ি অর্থ খরচ করছে বড় বৈশ্বিক ব্র্যান্ডগুলো। প্রতি সেকেন্ডে তাদের খরচ হচ্ছে ৩ লাখ ভারতীয় রুপি।
ভারতে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর শুরু হয়েছে বৃহস্পতিবার (০৫ অক্টোবর)। এ দিন বিশ্বের আর্থিক তথ্য দেওয়া ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ চলাকালীন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনের জন্য প্রায় দুই হাজার কোটি রুপি খরচ করতে পারে ব্র্যান্ডগুলো।
বাণিজ্য পরামর্শদাতা সংস্থা ডেলয়েটের ভারতীয় অংশীদার জেহিল ঠাকুর ব্লুমবার্গকে বলেন, ম্যাচ চলাকালীন ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য খরচ ৩০ লাখ রুপি। ২০১৯ বিশ্বকাপের তুলনায় এবার খরচ বেড়েছে ৪০ শতাংশ।
এবারের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাওয়া ডিজনি স্টার এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে তারা মোট ২৬টি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করছে। ১০ দলের বিশ্বকাপে ফাইনালসহ ম্যাচ হবে মোট ৪৮টি।