বন্যা, খরা, ঝড় ও দাবানলের মতো জলবায়ু পরিবর্তনজনিত ‘চরম আবহাওয়ার’ কারণে গত ছয় বছরে বিশ্বব্যাপী ৪ কোটি ৩১ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। এর অর্থ হলো, প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার শিশু ঘরছাড়া ও স্কুলছাড়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতার কারণে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সারা বিশ্বে ৪ কোটি ৩১ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। বন্যা, ঝড়, খরা ও দাবানলের মতো চরম আবহাওয়া ক্রমশ বাড়ায় ৪৪টি দেশে এসব বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। ৯৫ শতাংশ বাস্তুচ্যুতির কারণ বন্যা ও ঝড়।
প্রতিবেদনের সহলেখক লরা হিলি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এসব তথ্যে ভয়াবহতার খুব সামান্য অংশই উঠে এসেছে। প্রতিবেদনে আরও অনেক ক্ষতিগ্রস্ত মানুষের হিসাব উঠে আসেনি।
ইউনিসেফের এবারের প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুত হওয়া শিশুদের বিভিন্ন করুণ কাহিনীও তুলে ধরা হয়েছে। এসব শিশুর একজন হলো সুদানের খালিদ আবদুল আজিম।
খালিদ বলেছে, ‘আমরা কয়েক সপ্তাহ ধরে সড়কে বসবাস করছি। সেখানেই আমাদের সব জিনিসপত্র সরিয়ে নিতে হয়েছে।’ ভয়াবহ বন্যার পর তার গ্রামে বর্তমানে শুধু নৌকায় করে যাওয়া-আসা করা যায় বলেও জানায় খালিদ। সূত্র : গার্ডিয়ান।