ঢাকা : ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পৃথিবীতে বিভিন্ন সময় পরিবর্তন হয়। এক সময় হংকং ছিল (বিমান পরিবহনের) আন্তর্জাতিক হাব। এরপর হলো সিঙ্গাপুর, থাইল্যান্ড – এখন দুবাই।
শনিবার (৭ অক্টোবর) দুপুর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে শাহজালাল থেকে বাৎসরিক যাত্রী পরিবহনের সক্ষমতা ৮০ লাখ। তৃতীয় টার্মিনাল সম্পূর্ণ চালু হওয়ার পর তা এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি পর্যন্ত যাত্রীসেবা দেবে। বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে এই বাংলাদেশটাই এক সময় – কক্সবাজার বা এই শাহজালাল হবে আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব। সেভাবে আমরা তৈরি করতে চাচ্ছি।’
তিনি বলেন, ‘রিফুয়েলিংয়ের সবাই এখানে আসবে, থামবে, বাংলাদেশের সৌন্দর্য্য উপভোগ করবে। আর কক্সবাজারে নামলে তো আমাদের সবচেয়ে দীর্ঘ বালুকাময় সমুদ্রসৈকত – সেটাও সবাই উপভোগ করতে পারবে। সেভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই।’
সরকারপ্রধান বলেন, ‘আকাশপথের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন রাডার বসাচ্ছি। ভবিষ্যতে এখানে নতুন রানওয়ে করা হবে, সে পরিকল্পনাও আমাদের আছে। কক্সবাজারকে পর্যটন শিল্পকেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে কক্সবাজার বিমানন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, রানওয়ে সম্প্রসারণ করে দিচ্ছি।
এই রানওয়েটা একটু ভিন্নধর্মী হবে। প্লেনটা সাগরের ভেতরে নেমে আসবে বা উঠে যাবে – সেভাবেই করা হয়েছে। তাছাড়া সিলেট ওসমানি বিমানবন্দর সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছি। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরও আরও উন্নত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘রেলপথ, নৌপথ, সড়কপথ এবং আকাশপথ আধুনিক সম্পন্ন করে মানুষ যোগাযোগ সহজ করে ব্যবসা-বাণিজ্য-পর্যটন সবচেয়ে উন্নত করার ব্যবস্থা আমরা করব। আমাদের ঝরঝরে কয়েকখানা প্লেন ছিল।
বর্তমানে আমাদের ২১টা এয়ারক্র্যাপ্ট রয়েছে বিমানবহরে; যা পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াত করছে। তাছাড়া থার্ড টার্মিনাল আমাদের প্রায় আড়াই হাজার নতুন পথ সৃষ্টি হবে। অতীতে আমাদের এভিয়েশন খাতে উন্নয়নের এত পদক্ষেপ কেউ নেয়নি।’ সূত্র : বাসস।