মেয়েদের পর এবার ছেলেরাও এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছে। শেষ বলে চার মেরে পাকিস্তানের বিপক্ষে টিম টাইগার্সের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন রাকিবুল হাসান।
শনিবার (০৭ অক্টোবর) চীনের হ্যাংজুতে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৫ ওভারে ৪৮ রান তোলার পরই বৃষ্টি শুরু হয়। এরপর দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পাকিস্তান আর ব্যাটিংয়ে নামার সুযোগ পায়নি। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৫ রান।
এই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। প্রথম ৪ বলে ১৬ রান নিয়ে পঞ্চম বলে আউট হন ইয়াসির আলী। শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান।
রকিবুল হাসান শেষ বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৬ বলে ৩৪ রান করেন ইয়াসির। দুই ওভারে ১৪ রান দিয়ে আরশাদ ইকবাল ৩ উইকেট নিলেও তা পাকিস্তানের পরাজয় রুখতে পারেনি।