ঢাকা : আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রতিশ্রুতিশীল ফ্যাশন মডেল ফারজানা ইয়াসমিন অনন্যা। সম্প্রতি রাজধানীর গুলশানের লেকশো’র হোটেলে অনুষ্ঠিত চূড়ান্ত আঞ্চলিক প্রতিযোগিতায় ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩’-এর মুকুট উঠেছে তার মাথায়।
জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে। এই বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতার ৬১তম আসর বসতে যাচ্ছে এবার। তাতে বিভিন্ন দেশের রূপসীদের বিপক্ষে লড়বেন বাংলাদেশের মেয়ে অনন্যা।
প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইটে অন্যান্য প্রতিযোগীর পাশাপাশি অনন্যার ছবি ও তথ্য ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ ‘মিস ইন্টারন্যাশনাল’-এ প্রতিদ্বন্দ্বিতা করেননি।
বিশ্বের অন্যতম বড় এই ইভেন্টে অংশ নিতে ফ্যাশন মডেল ফারজানা ইয়াসমিন অনন্যা সোমবার (৯ অক্টোবর) জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।
২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশগ্রহণের মাধ্যমে মডেলিং দুনিয়ায় যাত্রা শুরু অনন্যার। হয়েছিলেন প্রথম রানার আপ। বেশ কয়েকটি নামি ব্র্যান্ডের মডেল হিসেবে তিনি কাজ করেছেন।
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন কোনো প্রতিযোগী। আর তিনিই হলেন অনন্যা, যিনি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-নারী বিষয়ক সম্পাদক।