বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে শুরু করেছিল ব্লাকক্যাপসরা। আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে ডাচদের সঙ্গে টস ভাগ্যে হেরে গেছে নিউজিল্যান্ড। টস জিতে বোলিংয়ের করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামলো ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে, পাকিস্তানকে কিছুটা হলেও ভোগান্তিতে ফেলা ডাচ বাহিনী চাইছে প্রথম জয় তুলে নিতে।
সর্বশেষ : 49.4 ওভারে 202 রান সংগ্রহ নেদারল্যান্ডসের