Site icon Daily Dhaka Press

ইংরেজদের সাথে পেরে ওঠা কঠিন হয়ে উঠলো টাইগারদের

আজ ধর্মশালায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল রাতে পাহাড় বেষ্টিত ধর্মশালায় বৃষ্টি হয়েছে। যে পানিতে ভিজেছে ধর্মশালার মাঠও। যে কারণে প্রথমে টস জিতলে হয়তো যে কোনো অধিনায়কই আগে বোলিং করার চিন্তা করেছেন।

সাকিবও সেটাই করেছেন। বাড়তি একজন স্পিনার খেলানোর চিন্তায় মাহমুদউল্লাহ রিয়াদকে ডাগআউটে রেখে একাদশে জায়গা দেওয়া হয় শেখ মেহেদীকে। ইনিংস শেষে ৪ উইকেট নিয়ে মেহেদী দলের সর্বোচ্চ উইকেটশিকারি হলেও ইংলিশদের রানটা সাড়ে তিনশ ছাড়িয়েছে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে ইংল্যান্ড।
শেষ খবর : বাংলাদেশ 4 উইকেটে 116 রান

Exit mobile version