অল্প কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সদস্য লে. কর্নেল অব. ফারুক খান। রোববার গুলশানে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এতথ্য জানান। তবে নির্বাচনকালীন সরকার কার নেতৃত্বে হবে এ বিষয়টি খোলাসা করেননি। আওয়ামী লীগ বলে আসছে, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার হবে। তখন মন্ত্রিসভা ছোট করা হতে পারে। নির্বাচনকালীন সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না। ওই সময় নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তর নির্বাচন কমিশনের অধীনে থাকবে। যদিও এই ব্যবস্থা প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে আন্দোলন করে আসছে বিএনপিসহ বিরোধী দলগুলো।
রোববার আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেড় ঘণ্টা বৈঠক করে। ওই বৈঠকে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সস্পর্কে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে জানান ফারুক খান
এ সময় ইউরোপীয় ইউনিয়ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাবে বলেও জানান তিনি। কিছু দিনের মধ্যেই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল অব. মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও নির্মল চ্যাটার্জী উপস্থিত ছিলেন।