‘বিশ্বকাপ ক্রিকেট ২০২৩’-এ আজ ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের বিশ্বকাপ ও এই ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব
এখন পর্যন্ত [গতকাল বিকেল] সাকিব আল হাসান বিষয়ে স্পষ্ট ধারণা পাচ্ছি না, আজকের ম্যাচে তিনি খেলবেন কি না। সাকিবের মতো অলরাউন্ডারই এমন বড় ম্যাচে ব্যবধান গড়ে তুলতে পারেন। কারণ এমন বড় ম্যাচে খেলার মতো এই মুহূর্তে সাকিবের চেয়ে অভিজ্ঞ বাংলাদেশ দলে কেউ নেই। ম্যাচে সাকিবকে অনেক বেশি প্রয়োজন।
সাকিবকে আজ বেশি প্রয়োজনওয়ানডেতে ভারতের বিপক্ষে ২২ ম্যাচে ২৯ উইকেট আছে সাকিবের। পাঁচ উইকেট আছে একবার। ভারতের বর্তমান ব্যাটিং লাইনআপে নিচের দিকে থাকা রবীন্দ্র জাদেজা ও রিস্ট স্পিনার কুলদীপ যাদব ছাড়া বাকি সবাই ডানহাতি। প্রথম ছয় ব্যাটার ডানহাতি থাকায় ম্যাচ-আপের জন্য বাঁহাতি স্পিনাররা তাঁদের বিপক্ষে পেতে পারেন সুবিধা।
সাকিবই এ ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে কার্যকরী বোলার। ডিসেম্বরে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছে। ওই সিরিজের কোনো একটা ম্যাচে সাকিব আল হাসান এক ওভারেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আউট করেছিলেন। এমন অনেক কিছুই হয়ে যেতে পারে আজ।
তবে এই মুহূর্তে যদি বিশ্বকাপের দলগুলোর দিকে তাকাই, সবচেয়ে শক্তিশালী ভারত। পয়েন্ট টেবিলেও নিজেদের সামর্থ্যের প্রতি সুবিচার রেখে চলেছে তারা। শক্তিশালী হয়ে ওঠার পেছনে রয়েছে সিনিয়র কয়েকজন খেলোয়াড়। রোহিত শর্মা, বিরাট কোহলিরা একাই ম্যাচের মোড় যেকোনো সময়ে ঘুরিয়ে নিতে পারেন। বাকি যাঁরা আছেন তাঁদের অনেকেরই ম্যাচ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের তুলনায় অনেক।
শুভমান গিল, ইশান কিষান, মোহাম্মদ সিরাজরাও দারুণ ফর্মে। বাংলাদেশ যদি দলগতভাবে পারফরম করতে পারে তাহলে আজকের ম্যাচে আমাদের সুযোগ থাকবে। বাংলাদেশ জিতলে শান্তি লাগে। সেই শান্তিটা পেতে চাই।