ঢাকা : বিশ্বের দশটি দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ডায়নামিক বেস্ট ইন্টারন্যাশনাল ট্যুুরিজম কালচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’। এতে নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড লাভ করেন বাংলাদেশি উদ্যোক্তা ও ‘স্বপ্নকথা লাইফস্টাইল’র প্রধান নির্বাহী সালেহা বেগম।
রাজধানী কাঠমাণ্ডুর প্রাণকেন্দ্রে অবস্থিত নেপাল ট্যুরিজম বোর্ড অডিটোরিয়ামে আন্তর্জাতিক মৈত্রী উৎসব অনুষ্ঠিত হয়। এতে নেপাল সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, মেয়র, বিজ্ঞানী ও শিক্ষা জগতের স্বনামধন্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশি উদ্যোক্তা ও সূতাকথন নারী উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জান্নাতিন এন, রাজ্য জলি, সিরাজুম মনিরা মলি মোল্লা ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান শেখ শাহ আলম পুরস্কার লাভ করেন।
এছাড়াও মালয়েশিয়া, আয়ারল্যাণ্ড, সৌদি আরব, নেপাল, বাংলাদেশ, ভুটান, অষ্ট্রেলিয়া, ভারত ও আমেরিকার প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘স্বপ্নকথা লাইফস্টাইল’র সিইও সালেহা বেগম বলেন, ‘স্বপ্নকথা লাইফস্টাইল’ আজ বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। দীর্ঘদিনের শ্রম-ঘামে প্রতিষ্ঠিত এই উদ্যোগকে বিশ্বময় ছড়িয়ে দিতে চাই। নারী উদ্যোক্তাদের জন্য ‘স্বপ্নকথা লাইফস্টাইল’ উদাহরণ হয়ে থাকবে। সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই।