এস এ সৌরভ : এবারের বিশ্বকাপে হট ফেভারিট দের তালিকায় থাকা দলের মধ্যে সাউথ আফ্রিকা একটি। একটি অঘটন ছাড়া সবগুলো খেলাতেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সমর্থ হয়েছে দলটি। বলা যায় ব্যালেন্স টিম। এই বালেন্সটাইন এর সঙ্গেই আজ মুখোমুখি বাংলাদেশ।
বাংলাদেশ দল কিছুটা আনস্টাবল থাকলেও আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামছে। একজন স্পিনার কমিয়ে সবচেয়ে বড় চমক দেখা যেতে পারে পেস অ্যাটাকে। দলে রিয়াদ মুশফিকের ব্যাটিং অর্ডার নিয়েও চলছে আলোচনা। সেই ক্ষেত্রে মুশফিকের ব্যাটিং পজিশন হতে পারে পাঁচে, অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন হবে ছয়ে।
সাম্প্রতিক সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স খুবই ভালো। সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিলো। তাছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে ও বাংলাদেশ সিজির জয়লাভ করে ২-১ ব্যবধানে।
তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত জয়লাভে আশাবাদী। দক্ষিণ আফ্রিকার এই দলটার সাথে জিততে হলে বাংলাদেশকে অবশ্যই পেস বোলিংয়ে ভালো করতে হবে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন, তানজিদ তামিম, শান্ত, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, মিরাজ, তানজিম সাকিব, শরিফুল, হাসান মাহমুদ/মোস্তাফিজ।