এস এ সৌরভ : দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তান্ডবের দিনে মাহমুদুল্লাহর শতক। এতে করে বিশাল হারের লজ্জা থেকে বাঁচলো বাংলাদেশ। বাংলাদেশের ওপেনিং ও মিডল অর্ডার এর ব্যাটিং ব্যর্থতায় যখন উইকেট বিলিয়ে দিয়ে ড্রেসিংরুমে যাওয়ায় ব্যস্ত তখন মাহমুদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে বিশাল রানের হাড়ের লজ্জা থেকে বাঁচিয়ে তুলেন। ক্রমান্বয়ে নাসুম আহমেদ ,হাসান মাহমুদ ও মোস্তাফিজকে সাথে নিয়ে ছোট ছোট পার্টনারশিপ করে ৩ নাম্বার সেঞ্চুরি তুলে নেন। অতঃপর সেঞ্চুরির পর স্রষ্টার নিকট প্রার্থনা করেন। এর আগে মাহমুদুল্লাহ ওয়ানডেতে যে ২ টি আন্তর্জাতিক সেঞ্চুরি ছিল সেগুলোও গত বিশ্বকাপে করেছিলেন। আজকে মাহমুদুল্লাহ রিয়াদের এই সেঞ্চুরিটি যেন ছিল প্রধান নির্বাচকদের মুখ বন্ধ করে দেয়ার হাতিয়ার। সাইলেন্ট কিলার খ্যাত এই ব্যাটসম্যান যেন বুঝিয়ে দিলেন বয়স একটি সংখ্যা মাত্র অভিজ্ঞতাই আসল।
দক্ষিণ আফ্রিকার স্কোর :৩৮২/৫ (৫০ ওভার) ডি কক ১৭৪, মার্কারাম ৬০, ক্লাসেন ৯০, মিলার ৩৪*।
বোলিংয়ে : হাসান মাহমুদ ২/৬৭,মিরাজ ১/৪৪, সাকিব ১/৬৯।
বাংলাদেশের স্কোর : ২৩৩/১০ (৪৬.৪ ওভার) মাহমুদুল্লাহ ১১১, লিটন ২২ , নাসুম ১৯
বোলিংয়ে : কটেজ ৩/৬২, জানসেন ২/৩৯, রাবাদা ২/৪২, লিজার্ড ১/৫৬, মাহারাজ ১/৩২
*দক্ষিণ আফ্রিকা ১৪৯ রানে জয়ী*