বলিউডের জনপ্রিয় প্রেমযুগল ধরা হতো বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানিকে। নিজেদের মতো করে মুম্বাইয়ের রাস্তায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতেন সবার সামনে। ঘোষণা দিয়েই থাকতেন জুহূর সাগরপারের ফ্ল্যাটে। এরপর হুট করেই গেল বছরের মাঝামাঝি সময় দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায় তাদের।
এবার কাজের পরিপ্রেক্ষিতে আবারও একসঙ্গে হচ্ছেন তারা। জুটি বেঁধে সিনেমায় ফিরছেন একসঙ্গে। সিনেমার নাম ‘হিরো নাম্বার ওয়ান’।
সিনেমাটি পরিচালনা করবেন বলিউডের তরুণ নির্মাতা জাগান শক্তি। এটি ১৯৯৭ সালে মুক্তি পাওয়া হিরো নাম্বার ওয়ান সিনেমার রিমেক।
এই সিনেমায় গোবিন্দ ও কারিশমা কাপুরের স্থানে প্রধান চরিত্রে অভিনয় করবেন দিশা ও টাইগার। তাদের অভিনয়ের বিষয়টি ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা। তিনি বলেন, ‘টাইগার ও দিশার জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। যা ইতোমধ্যেই পরীক্ষিত। তাদের এই জনপ্রিয়তা কাজে লাগিয়েই আমরা এই জুটিকে আবার পর্দায় আনার পরিকল্পনা করেছি।
১৯৯৭ সালের হিরো নাম্বার ওয়ান সিনেমার সঙ্গে নাম এক হলেও গল্পে ব্যাপক পরিবর্তন আনা হবে। শিগগিরই শুটিংয়ের কাজ শুরু হবে। আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি। একসঙ্গে কাজ করতে তাদের কোনো সমস্যা নেই বলে আমাকে নিশ্চিত করেছেন। আশা করি দর্শকদের সুন্দর একটি গল্প উপহার দিতে পারব।’
এর আগে ‘বাঘি ২’ সিনেমায় টাইগার ও দিশা জুটি হয়ে অভিনয় করেন। আহমেদ খানের পরিচালনায় সিনেমাটি নির্মাণে খরচ করা হয় মাত্র ৫৯ কোটি রুপি। মুক্তির পর বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে নেয় ২৫৮ কোটি রুপি। এরপর আর জুটি বাঁধতে দেখা যায়নি তাদের।
দীর্ঘ পাঁচ বছর পর আবারও তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ভক্তদের প্রত্যাশা, কাছাকাছি এসে পুরোনো অভিমান ভুলে আবারও ইন্ডাস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় জুটি হয়ে উঠবেন তারা।