ধামরাই (ঢাকা) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে বিএনপি জামাতের ঢাকা হরতালে নৈরাজ্য ঠেকাতে মহাসড়কে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শত শত মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের শোডাউনে অংশগ্রহণ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি জামাতের ডাকা হরতালে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়ে থাকে সেজন্য মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন ।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকা আরিচা মহাসড়কে আওয়ামী লীগের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এম এ মালেক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন এর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের ইসলামপুর থেকে বারবারিয়ার দিকে মোটরসাইকেল শোডাউন দেন। শত শত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে এই শোডাউন দেন।
অপরদিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মোল্লা’র নেতৃত্বে বারবারিয়া বাসস্ট্যান্ড থেকে ইসলামপুরের দিকে মোটরসাইকেল শোডাউন করে থাকেন। চেয়ারম্যান কাদের মোল্লা কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে মহাসড়কে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে মহাসড়কে দেখা যায়।
বিএনপি জামাতের ডাকা হরতালে সাধারণ মানুষ তেমন কোন সাড়া দেন নি। তবে রাস্তায় বড় কোন যানবাহন দেখা যায় নি। প্রতিটি বাসস্ট্যান্ড, সরকারি স্থাপনায় বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে পুলিশ মোতায়েন ছিল। বিএনপি জামাত যেন রাস্তায় চলাচলের গাড়ি, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন।
পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান বলেন, বিএনপি জামাতের ঢাকা হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে আমরা মাঠে আছি থাকবো। বিএনপি জামাত যেন সাধারণ মানুষ ও যানবাহনের কোন ক্ষতি করতে না পারে।
তবে রাস্তায় জামাত বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায় নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিল পুলিশ।