ঢাকা : ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষে এবার ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা এসেছে। আগামী রোববার (০৫ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও জলপথ এই অবরোধের আওতায় থাকবে।
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে গণতন্ত্র মঞ্চসহ অন্য রাজনৈতিক দলগুলো। গণতন্ত্র মঞ্চের পক্ষে বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পরবর্তী এই কর্মসূচি ঘোষণা করেন।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান তিনি জানান, আগামীকাল (০৩ নভেম্বর) বাদ জুমা চলমান আন্দোলনে নিহত পুলিশ, সাংবাদিক, শ্রমিকসহ অন্যদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া ও প্রার্থনা হবে।
সরকার পতনের এক দফা দাবিতে গেল ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল। এই কর্মসূচিতে বাধা ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে পরের দিন সারা দেশে হরতালের ডাক দেওয়া হয়। ২৯ অক্টোবরের ওই কর্মসূচি শেষে এক দিন বিরতি দিয়ে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এই কর্মসূচি আজ (০২ নভেম্বর) শেষ হচ্ছে।
গণতন্ত্র মঞ্চ দেশের ছয়টি রাজনৈতিক দল নিয়ে গঠিত একটি রাজনৈতিক জোট। দলগুলো হলো জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
গণঅধিকার পরিষদ প্রথমে এই জোটের সঙ্গে থাকলেও ২০২৩ এ তারা জোট থেকে বের হয়ে আসে। জোটের মধ্যে জেএসডি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাদে অন্য দলগুলো নির্বাচন কমিশনের নিবন্ধিত নয়। এই জোট রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে।