নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের জন্য ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছে দেশের তৈরি পোশাক খাতের মালিকপক্ষ। মঙ্গলবার (৭ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
ন্যূনতম মজুরি শেষমেশ কত হবে তা চূড়ান্ত করবে শ্রম মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মজুরির বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করে শ্রম মন্ত্রণালয়। ১২ হাজার ৫০০ টাকা মজুরির মধ্যে ৬৩ শতাংশ মূল মজুরির প্রস্তাব করা হয়।
বৈঠকে দুপুর ১২টায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসেন। কিছুক্ষণ পরেই মালিকপক্ষের প্রতিনিধিরা বৈঠকে প্রবেশ করেন। দুপুর ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় বেলা দেড়টায়।
প্রসঙ্গেত, গত প্রায় দুই সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে দেশের পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। ফলে বেশকিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে চলতি সপ্তাহ থেকে বন্ধ কারখানাগুলো চালু হতে শুরু করে।