আন্তর্জাতিক ডেস্ক : বুরুন্ডি পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে রুয়ান্ডা, পূর্বে ও দক্ষিণে তানজানিয়া, পশ্চিমে তাংগানিকা হ্রদ ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (প্রাক্তন জায়ার)। এলাকাটি অতীতে গোত্র রাজারা শাসন করত। ১৯ শতকের শেষে এসে জার্মানি অঞ্চলটি দখল করে উপনিবেশ স্থাপন করে। ১৯৬২ সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত এটি প্রথমে জার্মান ও পরবর্তীতে বেলজীয় উপনিবেশ ছিল। বুজুম্বুরা রাজধানী ও বৃহত্তম শহর। দুনিয়ার সবচেয়ে দরিদ্র দেশ। পূর্ব আফ্রিকার এই দেশের অর্থনীতি একেবারে বেহাল দশা। মাথাপিছু আয় মাত্র ৩০৯ মার্কিন ডলার।