
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকার মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় একটি বাসে আগুন লাগানো হয়েছে। আজ রোববার বেলা সোয়া একটার দিকে বাসটিতে আগুন লাগানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস বলেছে, বাসটি প্রজাপতি পরিবহনের। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।