স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
আজ বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
এ ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে।
ঘরের মাঠের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। গ্রুপ পর্বে ৯ ম্যাচের সবকটিতে জিতেছে রোহিত শর্মার দল। আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা দলটি সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। অপরদিকে কিছুটা ট্র্যাকের বাইরে থাকা নিউজিল্যান্ড আবার ফর্মে ফিরেছে।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচীন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।