আয়োজক দেশ : ইন্ডিয়া
ম্যাচ ভেন্যু সংখ্যা : ১০ টি
অংশগ্রহণকারী দল : ১০ টি
খেলার সংখ্যা : ৪৮ টি
উদ্বোধনী ম্যাচ : ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (০৫ অক্টোবর ২০২৩)
ফাইনাল ম্যাচ : ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া (১৯ নভেম্বর ২০২৩)
চ্যাম্পিয়ন : অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বারের মত)
রানার আপ : ইন্ডিয়া
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট : বিরাট কোহলি (৭৬৫ রান, ১১ ইনিংস)
ম্যান অফ দ্যা ফাইনাল : ট্রাবিস হেড (১৩৭ রান), অস্ট্রেলিয়া
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় : নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ (ধারণ ক্ষমতা ১,৩২,০০০)
সর্বোচ্চ রান : ৭৬৫ রান,১১ ইনিংস (বিরাট কোহলি, ইন্ডিয়া)
সর্বোচ্চ উইকেট : ২৪ টি, ০৭ ইনিংস,(মোহাম্মদ শামি, ইন্ডিয়া)
এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান : ২০১ অপরাজিত, ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
টুর্নামেন্টে সর্বোচ্চ সেঞ্চুরি : ৪ টি, ডি কক (সাউথ আফ্রিকা)
টুর্নামেন্টে সর্বোচ্চ অর্ধশতক : ৬ টি , বিরাট কোহলি
টুর্নামেন্টে সর্বোচ্চ চার : ৬৮ টি , বিরাট কোহলি
টুর্নামেন্টে সর্বোচ্চ ছয় : ৩১ টি , রোহিত শর্মা
টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারি : মোহাম্মদ শামি, ৩ বার
টুর্নামেন্টে সর্বোচ্চ দলীয় রান : ৪২৮/৫ , দক্ষিণ আফ্রিকা (প্রতিপক্ষ : শ্রীলংকা)
টুর্নামেন্টে সর্বনিম্ন দলীয় রান : ৫৫/১০, শ্রীলংকা (প্রতিপক্ষ : ইন্ডিয়া)
*প্রাইজমানির দিক থেকে চ্যাম্পিয়ন দল পেয়েছে ৪০ লক্ষ মার্কিন ডলার ,অন্যদিকে রানার আপ দল পেয়েছে ২০ লক্ষ মার্কিন ডলার। সেমিফাইনালে পরাজিত প্রতিটি দল পেয়েছে ৮ লক্ষ মার্কিন ডলার । রাউন্ড পর্বে প্রতিটি বিদায়ী দল পেয়েছে ১ লক্ষ মার্কিন ডলার।*
এদিকে মাঠে বসে খেলা দেখা দর্শকদের উপস্থিতি ছিল অনেক বেশি। যা কিনা বিগত আইসিসি ইভেন্টের দর্শকদের উপস্থিতিকে ছাড়িয়ে গিয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদে ফাইনালের দিন মাঠে বসে দর্শকের উপস্থিতি ছিল ১২ লক্ষ ৫০ হাজার ৩০৭ জন।
এর আগের রেকর্ডটি ছিল ২০১৫ সালে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচে। যেখানে মাঠে বসে দর্শকের উপস্থিতি ছিল ১০ লাখ ১৬ হাজার ৪২০ জন।