
মরিয়ম মারিয়া, আমেরিকা থেকে : শো টাইম মিউজিকের উদ্যোগে আয়োজিত ১৩ তম এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সোনিয়া।
নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে একটি জমকালো আয়োজনের মাধ্যমে সোনিয়ার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে শারমিনা সিরাজ সোনিয়া উপস্থাপনা করেন।
সোনিয়া নামে সবাই চেনে তাকে। ফোবানা, এনএবিসি থেকে শুরু করে বৃহত্তর ইভেন্টে তিনি কাজ করেছেন। উপস্থাপনার জন্য প্রবাসে বহুবার সোনিয়া পুরস্কৃত হয়েছেন। নিউজার্সি স্টেট আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি পুরস্কৃত হয়েছেন।
২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রে মিস বাংলাদেশ ফটোজেনিক হয়েছিলেন।উল্লেখ্য সোনিয়া ছোটবেলা থেকেই নাচে পারদর্শী। বুলবুল ললিতকলা একাডেমি ও সুরঙ্গমা থেকে নাচে প্রশিক্ষণ পান তিনি। দুই দুইবার উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্য হয়ে পৃথিবীর বহু দেশ সফর করেছেন।
আয়োজক প্রতিষ্ঠানের প্রধান আলমগীর খান আলমের সভাপতিত্বে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমীসহ নিউইয়র্কের বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনেরা।