
সিলেট অফিস : সিলেটে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র মানবিক কার্যক্রম বিস্তৃত হচ্ছে। এ সংস্থার মূল কর্মসূচী ক্ষুদ্র ঋণ কার্যক্রম হলেও সংস্থাটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে CSR (Corporate Social Responsibility) এর আওতায় নানাবিধ সামাজিক কর্মসূচী পরিচালনা করে আসছে। এর মধ্যে “আশা” শিক্ষা কর্মসূচী, স্বাস্থ্য সেবা কর্মসূচী, দুর্যোগকালীন ত্রান/আর্থিক সহায়তা কর্মসূচী, শীতবস্ত্র বিতরন কর্মসূচী ইত্যাদি অন্যতম।
রোববার (১১ ফেব্রুয়ারী) সিলেট প্রেসক্লাবে সংস্থার কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব তথ্য তুলে ধরেন আশা’র জয়েন্ট ডেপুটি ডিরেক্টর গোলাম রব্বানী খান।
তিনি জানান, সিলেট ডিভিশনে CSR এর আওতায় “আশা” ২০২৩ সালে ১৭,৬৮৫ জন ছাত্র- ছাত্রীকে শিক্ষা সেবা, ১৪,৫৮৯ জনকে স্বাস্থ্যসেবা, ১২,৬৩৩ জনকে ফিজিওথেরাপী সেবা, ১,২৮৫ জনকে শীতবস্ত্র বিতরণ, ৪ জনকে ১ লক্ষ ৪৪ হাজার টাকা বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি, ৯৬ জনকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা চিকিৎসা সহায়তা, ২৬৯ জন মৃত্যুবরনকারী সদস্যর পরিবারকে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা, ৯ জনকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা অবসরকালীন সম্মানী এবং ২০২২ সালের বন্যাকালীন সময়ে ৪ হাজার জনকে ত্রান ও ৭২,৮০০ জনকে ৭ কোটি ২৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২০২৪ সালেও উল্লেখিত খাতসমূহে বরাদ্দের পরিমাণ আরও বৃদ্ধি করে সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। “আশা” ঋণ কর্মসূচীর আওতায় বর্তমানে সিলেট ডিভিশনে ২.৪৮ লক্ষ উপকারভোগী ঋণের সুবিধাভোগ করছেন। অত্র ডিভিশনে “আশা’র ঋণ স্থিতির পরিমান ১ হাজার ৬ কোটি টাকা।
চলতি অর্থবছরে জানুয়ারী থেকে জুন’২৪ এই ছয় মাসে অত্র ডিভিশনে প্রায় ৮৯৩ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে বলে আশা কর্মকর্তাগন জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।
আশার সিলেট ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা’র জয়েন্ট ডেপুটি ডিরেক্টর গোলাম রব্বানী খান, সিসিক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট প্রেসক্লাব সেক্রেটারী আব্দুর রশিদ মোঃ রেনু। বক্তব্য রাখেন আশার শিক্ষা অফিসার হাবিবুর রহমান। মতবিনিময় সভায় সংস্থার সিলেট বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।