
রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি গুইমারা থানার আয়োজনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর’র নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে থানা পর্যায়ের বাচাই পর্বে গুইমারা থানার আয়োজনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে কলেজিয়েট স্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে প্রাইজ মানি প্রদান করা হয়।
টুর্নামেন্ট পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল আমিন, অফিসার ইনচার্জ গুইমারা থানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল হোসেন প্রধান শিক্ষক গুইমারা গভঃ হাই স্কুল। এসময় আরো উপস্থিত ছিলেন সুশীল রন্জন পাল প্রধান শিক্ষক কলেজিয়েট স্কুল, নির্মল নারায়ন ত্রিপুরা চেয়ারম্যান ১নং গুইমারা ইউপি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
গুইমারা থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন বলেন, এমন সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে । এবং চ্যাম্পিয়ন দলের জন্য শুভকামনা রইল বিভাগীয় পর্যায়ে তারা চ্যাম্পিয়ন হয়ে আসবেন বলে আশা করছি।