
আনন্দলোক প্রতিবেদক : পত্রিকার মাধ্যমে ক্যারিয়ার গড়া তানিয়া আক্তার হৃদি এখন মডেলিংয়ে ব্যাস্ত সময় পাড় করছেন। যদিও তার শুরুটা হয়েছিলো অভিনয় দিয়েই। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন সেলিম রেজা পরিচালিত ব্যাড গার্লস ওয়েব সিরিজে। এতে তিনি একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে হৃদি বলেন, অনুরূপ আইচের মতো বিখ্যাত লেখকের লেখা সিরিজে এতো সুন্দর একটা চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এ সুযোগ আমি পেয়েছি পরিচালক সেলিম রেজা’র কল্যাণে।
ব্যাড গার্লস সিরিজের অন্যতম নারী চরিত্রে অভিনয় করছি সিরিজের শুরু থেকেই। এজন্য নিজেকে প্রস্তুত করছি ভিন্ন আঙ্গিকে। উল্লেখ্য, ব্যাড গার্লস সিরিজটি প্রচার হবে সিনেটেক এর ওটিটি প্লাটফর্মে।