তথ্যপ্রযুক্তি ডেস্ক: রোবোটিক্সের ক্ষেত্রে দেশের অন্যতম বৃহত্তম প্রতিযোগিতা ‘৪র্থ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে গত ১৯ অক্টোবর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) প্রধান ক্যাম্পাসে। রোবো টেক ভ্যালি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বিভিন্ন সেগমেন্টে প্রায় ১৫০টি দল এবং ৫০০-এর বেশি প্রতিযোগী অংশ নেন। সারা দেশের ৫৫টিরও বেশি ইনস্টিটিউট থেকে অংশগ্রহণকারীরা রোবো সকার, লাইন ফলোয়ার রোবট, আইডিয়া প্রেজেন্টেশন, ড্রোন রেস, জুনিয়র ও সিনিয়র প্রজেক্ট শোকেস এবং কুইজ প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
রোবো টেক ভ্যালি, রোবোটিক্স জগতে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে রোবোটিক্স নিয়ে বিভিন্ন রিসার্চ এবং রোবটিক্সের বিভিন্ন প্রোডাক্ট সেল করা হয়। রোবোটিক্স এবং আইওটি (IOT) এর বিভিন্ন সমাধান নিয়ে কাজ করা হয় এবং এখানে বিভিন্ন ধরনের এ আই এবং অটমোশন সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপ করা হয়।
প্রতিযোগিতার বিজয়ী দলগুলোকে তিন লক্ষাধিক টাকার পুরস্কার ও উপহার প্রদান করা হয়। ইভেন্টটির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট জুট বিজ্ঞানী প্রফেসর ড. মুবারক আহমেদ খান। এছাড়া মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মৌহায়দিন ত্লেমকানি, যিনি বর্তমানে পর্তুগালের এভোরা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টরেট প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আহসান হাবিব, চেয়ার, IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।
ইভেন্টের অর্গানাইজিং চেয়ার ছিলেন প্রফেসর ড. শেখ রাশিদ হায়দার নুরী, যিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. এস এম আমিনুল হক।
রোবো টেক ভ্যালি’র ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আহসানুল সরকার আকিব এই আয়োজনের নেতৃত্বে ছিলেন। এটি বাংলাদেশে অনুষ্ঠিত অন্যতম বৃহৎ রোবোটিক্স প্রতিযোগিতা হিসেবে পরিচিত। ইভেন্টটির টেকনিক্যাল স্পনসর ছিল আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, স্পনসর হিসেবে ছিলেন ওয়াটার এইড, সুইডেন স্ভেরিজ, খোলা বাজার, ড্রিমস অব বাংলাদেশ ও রাফুসফট । ইভেন্টটি কোড মার্শালের সহায়তায় এবং সিডিসি ডি.আই.ইউ. ক্যারিয়ার ডেভেলপমেন্ট বাংলাদেশ, পরিসংখ্যানিক সহায়তায় অনুষ্ঠিত হয়। এবং পার্টনার হিসেবে ছিলেন ড্যাফোডিল রোবোটিক্স।
এছাড়াও বিভিন্ন ল্যাব ও ক্লাব পার্টনারদের সমন্বয়ে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।