
নিজস্ব প্রতিবেদক: “রান ফর দ্য হেল্পলেস চিল্ড্রেন এডুকেশন” স্লোগানকে প্রতিপাদ্য করে আজ ৩১ জানুয়ারি শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়ে গেল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এ ম্যারাথন দৌড়ের মূল উদ্দেশ্য ছিল সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করানের জন্য তহবিল গঠন করা। রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪৮০ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেয়। তিনটা ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হয়, ২ কিলো, সাত কিলো এবং ২১ কিলো। ২১ কিলোর জন্য বরাদ্দ ছিল দুই ঘন্টা দশ মিনিট। সময় মতো দৌড় সম্পন্নকারীদের জন্য ছিলো বিশেষ মেডেল, জার্সি, খাবার কুপন ও অন্যান্য উপহার সামগ্রী। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের ধারণকারীদের জন্য ছিল বিশেষ সম্মাননা ক্রেস্ট। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের চেয়ারম্যান ডাক্তার এম মোক্তার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, স্থায়ী সদস্য ফিরোজ আলম সুমন, ডেইলি ঢাকা প্রেসের নিউজ এডিটর তৌফিক অপু সহ আরও অনেকে।
অনুষ্ঠানে টাইটেল স্পনসর ছিল ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল হাসপাতাল। ফুড পার্টনার ছিল মি: নুডুলস। মিডিয়া পার্টনার হিসেবে ছিল নেক্সাস টেলিভিশন, চ্যানেল ২৪ ও ডেইলি ঢাকা প্রেস। আয়োজকদের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক সালাউদ্দিন বলেন, দীর্ঘ এক মাসের প্রচেষ্টার ফল আজকের এই ইভেন্ট। অনেক প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে এই ইভেন্টটি আজকে সফল হয়েছে এতে আমি অত্যন্ত আনন্দিত। আনন্দের মাত্রাটা আরও বেশি যোগ হয়েছে এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কিছু করতে পেরেছি ভেবে। এ আয়োজনকে সফল করতে যারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করছেন তাদের প্রত্যেককেই জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে যারা দাঁড়াতে চান তারা নি:সংকোচে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমাপনী বক্তব্যে ডাক্তার এম মোক্তার হোসেন জানান, এ ধরনের আয়োজন সত্যিকার অর্থেই সমাজের একটি উপকারী আয়োজন, মানুষের পাশে দাঁড়ানোর আয়োজন। এ ধারা অব্যাহত থাকুক এটাই আমার চাওয়া। আয়োজক, অংশগ্রহণকারী, স্পন্সরকারি, মিডিয়া পার্টনার, ফুড পার্টনার সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো ইভেন্ট উপহার দিতে পারবো।