
ইবি প্রতিনিধি: বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক আবেদন দাবিতে মানববন্ধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা
বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে এবং প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৮০ টাকা এবং পরবর্তী ধাপে আবার ৪ হাজার ২০ টাকা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।
আজ সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে আইন অনুষদভুক্ত আইন বিভাগ, ল অ্যা ন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
এ সময়ে তাদের হাতে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি বাতিল চাই, বিপিএসসি পারলে বার কাউন্সিলের কি হলো? আমাদের দাবি মানতে হবে, বাংলাদেশ বার কাউন্সিল, সুবিবেচিত সিদ্ধান্ত নিন,এটা আমাদের অধিকার, কোন আবদার নয়, ১০২০ টাকা ৪০৮০ টাকা, প্রিলি রিটেন ভাইভা যাওয়া আসা মিলে মোট হলো কত টাকা ‘৪০২০ টাকা মগের মুল্লুক! শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়া চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বার কাউন্সিল পরীক্ষায় ৪ হাজার ২০ টাকা ফি নির্ধারণ অযৌক্তিক ও নজিরবিহীন যা গ্রহনযোগ্য না। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে যেখানে প্রতিটি চাকরির ফি কমানো হয়েছে সেখানে বার কাউন্সিলের ফি কমানোর ব্যাপারে এখনো কোনো অগ্রগতি হয়নি যা খুবই হতাশাজনক। প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৮০ টাকা, এখন ফর্ম ফিলাপে আবার ৪ হাজার ৮০ টাকা দেওয়াটা আমাদের জন্য প্রহসন মূলক। বার কাউন্সিলের সনদ কোন আলাদীনের চেরাগ না যে এটা পেলেই আমরা লাখ টাকা আয় করতে পারব আর সে জন্য শুরুতে এত টাকা দিতে হবে। শিক্ষানবিশদের অভিভাবক হিসেবে বার কাউন্সিলকে এই অন্যায্য ফি প্রত্যাহারের দাবি জানাই।
শিক্ষার্থী দেলোয়ার বলেন, যেসব শিক্ষার্থী ঢাকার বাইরে পড়াশোনা করে তাদের বিভিন্ন সময় গিয়ে ফি প্রদান এবং বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, সে ক্ষেত্রে আমাদের অগণিত টাকা ব্যয় হয়।পৃথিবীর অন্যান্য দেশ যেখানে শিখানোর যে সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে, সেখানে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে আমাদের মত শিক্ষার্থীদের সুবিধা না দিয়ে এ রকম অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। পিএসসির পরীক্ষার ফি কমানো হলেও বার কাউন্সিল এনরোলমেন্ট ফি এখনো অযৌক্তিক পর্যায়ে রয়ে গেছে। আমাদের স্পষ্ট বার্তা প্রশাসনের দ্রুত সমাধান করতে হবে।