
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রঅধিকার পরিষদের প্রবন্ধ লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। অন্যান্য অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ সহ অন্যন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার একাংশের সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন:বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রঅধিকার পরিষদ জাহাঙ্গীরনগরের সকল যৌক্তিক আন্দোলনে ছাত্রঅধিকার পরিষদ সম্মুখসারিতে ছিল।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জাবি শাখার আহবায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন:স্বৈরাচার হাসিনার আমলে ছাত্রঅধিকার পরিষদ সব সময় হাসিনা বিরোধী আন্দোলন করে এসেছে।তিনি আরও বলেন মনে পড়ে রিমান্ডে থাকা অবস্থায় ভিপি নুরুল হক নূর ভাইয়ের সেই কথা হাসিনার ৯০% পতন হয়ে গেছে,১০%ধাক্কা দিন হাসিনার পতন হয়ে যাবে।
জুলাই আন্দোলনে নিহত শহীদ শ্রাবণ গাজীর পিতা আব্দুল মান্না গাজী বলেন:দুনিয়াতে কিছু মানুষ নিজের জীবন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিয়ে যায়,আমার সন্তান সেটি করতে চেয়েছেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল হক নূর বলেন: ডাকসু, রাকসুর তফসিল দেওয়া হয়েছে, জাকসু এগিয়ে ছিল কিন্তু কী কারণে পিছিয়ে গেল জানি না।তিনি আরও বলেন ডাকসু, জাকসু,রাকসু,চকসু ইন্টারিম গভর্নমেন্টের আমলে করতে হবে।কারণ রাজনৈতিক সরকার ছাত্রসংসদ নির্বাচন দিতে ভয় পায়। কারণ ছাত্ররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করে।