
বারহাট্টা( নেত্রকোনা)প্রতিনিধিঃ নিউইয়র্কে নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের নেতা কর্মীদের দ্বারা এনসিপি সহ অন্যান্য নেতাকর্মীরা হেনস্তা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বারহাট্টা উপজেলা বিএনপি। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে আসলামের চামড়া তুলে দিব আমরা,নিষিদ্ধ আওয়ামিলীগের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও বলে স্লোগান দেন নেতা কর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর আলম জানু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মজুমদার উজ্জ্বল,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম ফকির,ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম,যুব দলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন,বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান মুন্না সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নিউইয়র্কে এনসিপি সহ অন্যান দলের নেতা কর্মীদের হেনস্তার নেতৃত্ব দেওয়া আসলামের বাড়ি বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি গ্রামে।নিউইয়র্ক প্রবাসী আসলাম বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক তিনবারের সভাপতি ছিলেন।