টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। কলকাতার পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জনেও আলোচনায় ছিলেন বহুদিন। বাংলাদেশে এসেছেন কয়েকবার। কাজও করেছেন বাংলাদেশের মিডিয়া অঙ্গনে। তবে প্রথমবারের তিনি ঢাকাই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।
মিমি চক্রবর্তী ঢাকাই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। শুটিংয়ে অংশ নিতে খুব শিগগিরই বাংলাদেশে আসার কথা শোনা গেছে। সিনেমাটি প্রযোজনা করছে টিএম ফিল্মস। অভিনয় করবেন ঢাকা-কলকাতার বেশ ক’জন জনপ্রিয় শিল্পী।
একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, এই সিনেমাটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু। এ বছরের অক্টোবরেই শুরু হবে শুটিং। বিশেষ বার্তা নিয়ে এগিয়ে যাবে রোমান্টিক গল্পের মধ্য দিয়ে।ৎ
শুটিং করা হবে বাংলাদেশ ও বিদেশে। গান পরিবেশন করবেন সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। তবে সিনেমাটিতে মিমি চক্রবর্তীর বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত নয়।
১ Comment
Rattling fantastic info can be found on website.Raise your business