জয়পুরহাট : মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্কভাতা ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অর্থ আত্মসাৎ করেছেন সরকারি এক কর্মকর্তা। শুধু তাই নয়, এক কর্মকর্তা পদে থাকা অবস্থায় আরেক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন তিনি। এর সবই ছিল সরকারি কর্মচারী বিধিভঙ্গ ও অসদাচরণ। এমন অভিযোগে ওই কর্মকর্তার দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিত করে লঘুদণ্ড দেওয়া হয়েছে।
শাস্তি পাওয়া ওই কর্মকর্তার নাম মো. ইমাম হাসিম। তিনি জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিমের বিরুদ্ধে।
এ ছাড়া ওই কর্মকর্তা বগুড়ার শেরপুর উপজেলায় উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে কর্মকালে বিভিন্ন ভাতার অর্থ কেন্দ্রীয় হিসাব থেকে সংরক্ষণের জন্য ‘বয়স্কভাতা আনুতোষিক’ শিরোনামে সোনালী ব্যাংক শেরপুর শাখায় হিসাব স্থানান্তর করেন। ওই কর্মকর্তা অর্থ ভাতা বিতরণের মাস্টাররোল সংরক্ষণ ও প্রদর্শন না করে আত্মসাতের উদ্দেশ্যে একক স্বাক্ষরে হিসাব নম্বরে স্থানান্তর করেন।
সমাজসেবার এই কর্মকর্তা নীলফামারী জেলায় কর্মকালে ‘বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ অনিয়ম করেন। তিনি হলরুম ভাড়া বাবদ বরাদ্দকৃত ২০ হাজার টাকা এবং প্রশিক্ষকের সম্মানী ভাতার ৫৮ হাজারসহ মোট ৭৮ হাজার টাকা আত্মসাৎ করেন।
ওই চিঠিতে আরও বলা হয়েছে, বিধিবহির্ভূতভাবে কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে জয়পুরহাট সদর উপজেলার প্রবেশন অফিসার সাদিকুর রহমান মণ্ডলের পরিবর্তে শহর সমাজসেবা অফিসার শারমিন সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব প্রদানের অভিযোগ ওঠে।
এসব অভিযোগে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ৩-এর ‘খ’ ধারা অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। আর ওই কর্মকর্তার দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিত করে লঘুদণ্ড দেওয়া হয়েছে।
জানতে চাইলে জয়পুরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিম মোবাইল ফোনে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চিঠিটা মন্ত্রণালয় দিয়ে থাকলে আপনার (সাংবাদিক) তো সমস্যা না। মন্ত্রণালয় দিয়ে থাকুক। মন্ত্রণালয় দিয়ে থাকলে তারা জানবে বিষয়টি।’
১ Comment
Rattling good information can be found on web blog.Leadership