ঢাকা : ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। সম্প্রতি এই অভিনেতার ‘কলিজার আধখান’ নাটকটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। মাত্র ১০ দিনেই নাটকটির ভিউ ছাড়িয়েছে ১০ মিলিয়ন।
তবুও মুশফিক আর ফারহান যেন বিগত বেশ কয়েকদিন ধরেই খুব নিশ্চুপ হয়ে আছেন। ঈদের পরে কাজের সংখ্যাও কমিয়ে ফেলেছেন। কিন্তু হঠাৎ কি হয়েছে এই অভিনেতার?
কয়েক মাস আগেই মারা গেছেন ফারহানের ব্যক্তিগত ম্যানেজার রওশন আলম রায়হান। মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বিগত বছরগুলোতে অভিনেতার সবকিছুই দেখভালের দায়িত্বে ছিলেন রায়হান। সহকারীর অকাল মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি এই তারকা।
ফারহানের ভাষায়, ‘সে ছিল আমার পরিবারেরই সদস্য। ওর মৃত্যুর পর একমাস আমি শোক থেকে বের হতে পারিনি। শুটিংও করতে পারিনি। তার বাবা-মায়ের জন্য একটা পাকা ঘর করার ইচ্ছে ছিল। সেই ঘর আমি বানিয়ে দিয়েছি। ওর বাবা কৃষিকাজ করেন জমি লিজ নিয়ে। তাদের জন্য একটা অ্যাগ্রো খামার করে দিচ্ছি।’
এ বিষয়ে প্রয়াত রায়হানের ভাই আবদুস সামাদ বলেন, ‘পাঁচ বছর আগে ইট দিয়ে শুধু ভিত তৈরি করা ছিল। ফারহান ভাই জানার পর একেবারে নতুন করে সম্পূর্ণ বাড়ি করে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ১০ লাখ টাকার উপর ফারহান ভাই খরচ করেছেন। কাজ শেষ করতে যা যা করণীয় তিনি করছেন। মা অনেক পর্দা করেন। তার জন্য গোসলঘর, বড় রুম করে দেয়া হচ্ছে। এই বাড়ির জন্য আমাদের পাঁচজনের পরিবার সুরক্ষা পাচ্ছে। ’
মুশফিক আর ফারহান বলেন, ‘আমার মায়ের কাছ থেকেই অন্যের পাশে দাঁড়ানো শিখেছি। শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবে কারো জন্য কিছু করার চেষ্টা করি।’
১ Comment
Very interesting points you have noted, regards for putting up.Expand blog