ঢাকা : যান্ত্রিক এ শহরে কবিতা মানুষের মননকে স্থির করে, কবিতার মধ্যে মানুষ খুঁজে পায় প্রশান্তি। দর্শক-শ্রোতাদের কবিতার সঙ্গে মেলবন্ধন তৈরি করতে বাংলা আমার-এর এবারের আয়োজন ‘শুধু কবিতার জন্য’।
অনুষ্ঠানটি হয় শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য এবং দলীয় সংগীত পরিবেশনায় অংশ নেন শতাধিক শিল্পী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ও আবৃত্তিশিল্পী আশরাফুল আলম। সভাপতিত্ব করেন বাংলা আমার-এর উপদেষ্টা আলি আকবর।
এ ছাড়া আলোচনায় অংশ নেন বাংলা আমার-এর উপদেষ্টা আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল এবং দেওয়ান সাঈদুল হাসান।
স্বাগত বক্তব্য দেন বাংলা সংগঠনের অর্থসম্পাদক কান্তা আরিফিন। আলোচনা পর্বের উপস্থাপনা করেন বাংলা আমার-এর সভাপতি মেহেদী হাসান আকাশ।