
নিজেদের মাটিতে অবশেষে বিশ্বকাপ মিশন শুরু হলো ভারতের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই হোচট খেয়েছে তারা। নামতে হচ্ছে ইনফর্ম ব্যাটার শুভমান গিলকে ছাড়াই। ডেংগুর কারণে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে একাদশে ইশান কিষান।
চেন্নাইয়ে রোববার (০৮ অক্টোবর) টস জিতে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ফিল্ডিং করবে ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় খেলা শুরু হবে।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।