ঢাকা : খ্যাতিমান চলচ্চিত্রকার (প্রযোজক) ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৪টায় চিরবিদায় নিয়েছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।
জানা গেছে, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরিচালক অপূর্ব রানা জানান, মুন্সীগঞ্জে নামাজে জানাজার পর নিজের নির্মিত মসজিদের পাশে তাকে সমাহিত করা হবে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শোক প্রকাশ করেছে শিল্পী সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোও।
শফি বিক্রমপুরীর জন্ম মুন্সীগঞ্জে। ১৯৬৪ সালে হলিউডের সিনেমা ‘অ্যাঞ্জেলিক’ ও ‘ফান্টুমাস’-এর পরিবেশনার মধ্য দিয়ে পরিবেশনা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ১৯৬৫ সালে তিনি ‘গুনাই বিবি’ সিনেমার একজন সহপ্রযোজক ছিলেন।
১৯৭২ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমা পরিবেশনা করেন তিনি। সে সময় জোনাকী সিনেমা হলে একটি প্রেস শো হয়।
তার প্রযোজনায় ‘বাহাদুর’, ‘ডাকু মনসুর’ ও ‘রাজ দুলারী’ নির্মিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ব্যবসায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
১৯৭৮ সালে রাজ দুলারী নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর তিনি ‘সবজু সাথী’, ‘দেনমোহর’, ‘সকাল সন্ধ্যা’, ‘মাটির কোলে’, ‘শশী পুন্নু’, ‘জজ সাহেব’ সিনেমা নির্মাণ করেন।