বার্ড ফটোগ্রাফার অব দ্য ইয়ার-২০২৩ এর বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে। বিশ্বের বৃহত্তম এই পাখি ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা ছবির পুরষ্কার জিতেছে ফটোগ্রাফার জ্যাক ঝির তোলা একটি ছবি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে তোলা ছবিটিতে দেখা যায় একটি মা পেরেগ্রিন ফ্যালকন (বাজপাখি) সন্তানদের বাঁচাতে উড়ন্ত অবস্থায় একটি ব্রাউন পেলিকানকে (গগণবেড়) আক্রমণ করছে।
মার্কিন ফটোগ্রাফার জ্যাক ঝির তোলা এই ছবিটি ২০ হাজার ছবির সঙ্গে প্রতিযোগিতায করে সেরা ছবির খেতাব জিতে নিয়েছে। এবং প্রথম পুরষ্কার হিসেবে জ্যাক ঝি পেয়েছেন সাত লাখ টাকা (৫০০০ পাউন্ড)।
জ্যাক ঝি বলেন, ‘অবিশ্বাস্য গতি ও দ্রুততার সঙ্গে ব্রাউন পেলিকানকে মা পেরেগ্রিন ফ্যালকনের আক্রমণ করার বিরল দৃশ্যটি ধারণ করার আমি চার বছর ধরে চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘আমি এই ছবিতে পেলিকানের চোখগুলো পছন্দ করি যা, অবাক ও ভীত। আক্রমণটি ছিল দ্রুত এবং চোখের পলকে। কিন্তু আমি সেই মুহূর্তটি চিরকাল মনে রাখব।’ সূত্র : বিবিসি।